একড়ির এই চতুর্থ পর্বটি আগেই বাংলাপিডিএফ এ অহরবাবু(?, আমি যতদুর জানি) অনুবাদ করে ফেলেছেন আমার আগেই। শারদীয়া মুগ্ধবাংলার কমিকস অনুবাদে ব্যস্ত থাকায় তখন এটিতে আর হাত দিতে পারিনি। তবে একড়ির সিরিজের বাকি কমিকস অনুবাদ করতে গেলে এই পর্বটির একটি বিশেষ ভুমিকা আছে। যেমন এই পর্বের মহাভাল্লুক, বা শেষের দ্বীপটির উল্লেখ আমরা পরবর্তী গল্পগুলিতে দেখতে পাই, যার জন্য এটা অনুবাদ না করলেই হত না। তবে যারা ইতিমধ্যে এটি বাংলাপিডিএফ থেকে ডাউনলোড করে ফেলেছেন, এখান থেকে ডাউনলোড না করলেও চলবে, যদি না সংগ্রহ করে রাখতে চান।
যাই হোক, এই পর্বে, বীভারদের দলের সহস্রমুখ, কালোমুখের বাবা-মাকে খুঁজতে গিয়ে নিজেই গায়েব হয়ে যায়। তাদের খুঁজতে যায় একড়ি আর ছোট্ট বাজ! অনেকটা গোয়েন্দাগিরির মত একড়ির এই পর্বটি দুর্দান্ত একটা অভিযান হয়ে গেছে বলে বাকি সব পর্বের থেকে এটার স্বাদ একটু অন্যরকম বলে আমার মনে হয়।